ইদানীং টেলিভিশনের পর্দায় কোনও ধারাবাহিকই বেশি দিন টিকতে পারছে না। কোথাও ছ’মাস, কোথাও আবার দু’মাসের মধ্যেই পড়ছে পর্দা। এই প্রতিযোগিতার মাঝেও ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক দুটি দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। তবে এর মধ্যেই টেলিপাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন—মাত্র দু’মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’!
প্রথম থেকেই ধারাবাহিকটি ছিল ভিন্ন স্বাদের। চেনা ছকের শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব নয়, বরং এক নতুন ঘরানার গল্প নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক। শুরুর দিকে টিআরপি নম্বরও ছিল সন্তোষজনক। কিন্তু গত কয়েক সপ্তাহে শীর্ষ দশে জায়গা করতে পারেনি ‘দুগ্গামণি ও বাঘমামা’। ফলে শোনা যায়, চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন।
তবে সব জল্পনার অবসান হয়েছে সম্প্রতি। বিশ্বস্ত সূত্রের খবর, আপাতত বন্ধ করা হচ্ছে না ‘দুগ্গামণি ও বাঘমামা’। যদিও শুরুতে এমন পরিকল্পনা ছিল, পরে সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। তাই এখনই ধারাবাহিকটি শেষ হচ্ছে না, বরং কাহিনি ঘুরতে চলেছে নতুন মোড়ে।
এই ধারাবাহিকের হাত ধরেই বহু দিন পরে মুখ্য চরিত্রে ফিরেছেন রাহুল দেব বসু। পাশাপাশি সৌম্য বন্দ্যোপাধ্যায়ও অভিনয় করছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ফলে ধারাবাহিকটিকে নতুনভাবে সাজাতে চাইছে চ্যানেল। চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ না খুললেও আপাতত এই ধারাবাহিক চালু থাকছে বলেই খবর।
আরো পড়ুন: Ragi Recipe: ওজন কমাতে ব্রেকফাস্টে খান এই খাবার
Image source-Google