নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে (Sonali Bendre)। একাধিক সুপারহিট ছবির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সে সময় ছিল সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেরিয়ারের শুরুতেই বিভিন্ন জনপ্রিয় অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও সেই সময় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি সোনালি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত জীবন ও প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেত্রী।

সোনালি (Sonali Bendre) জানান, তখন ‘ক্লিকবেট’ শব্দের অস্তিত্ব ছিল না ঠিকই, তবে সংবাদমাধ্যমের একাংশ চটকদার শিরোনাম তৈরির নেশায় বিভোর ছিল। “আমার নামে নানা ভুল খবর ছাপা হত। নিজেদের ম্যাগাজ়িনের বিক্রি বাড়াতে এই ধরনের কাজ করত অনেকেই,” বলেন তিনি। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হয়েছিল তাঁকে। সোনালির কথায়, “শুরুতে কষ্ট হত, পরে বুঝেছিলাম, নিজের চামড়া মোটা না করলে এই দুনিয়ায় টিকে থাকা কঠিন।”

১৯৯৪ সালে বলিউডে পা রাখেন সোনালি বেন্দ্রে(Sonali Bendre)। সেই সময় মহারাষ্ট্রের রাজনীতিক রাজ ঠাকরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। দু’জনেই ছিলেন একে অপরের প্রতি গভীরভাবে আসক্ত। তবে রাজের কাকা, শিবসেনা প্রধান বাল ঠাকরে এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সম্পর্ক রাজের রাজনৈতিক কেরিয়ারে প্রভাব ফেলতে পারে এবং পারিবারিক অশান্তির কারণ হতে পারে। কাকার চাপে শেষমেশ সোনালিকে ছেড়ে দেন রাজ। পরে তিনি বিয়ে করেন শর্মিলা ঠাকরেকে।

সোনালি বলেন, “আজকের ডিজিটাল যুগে গুজব অনেক দ্রুত ছড়ালেও, তখনকার দিনের সাংবাদিকতার হাতও কম দীর্ঘ ছিল না।” সময়ের সঙ্গে সঙ্গে তিনি শিখে ফেলেছিলেন কীভাবে গুজবকে উপেক্ষা করে নিজের পথে এগিয়ে যেতে হয়।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানান বানানা-পিনাট বাটার আইসক্রিম

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *