‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ জিৎ-এর প্রশংসনীয় অভিনয়ের পর থেকেই দর্শকমহলে উৎসাহ তুঙ্গে। জনপ্রিয় এই অভিনেতাকে এবার কি দেখা যাবে বলিউডের পর্দায়? শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের মতোই কি মুম্বইয়ে নিজের জায়গা করে নিতে চলেছেন জিৎ (Jeet)?

শোনা যাচ্ছে, ‘খাকি’র সাফল্যের পর বলিউড থেকে বেশ কিছু নতুন প্রস্তাব পেয়েছেন তিনি। এমনকি একটি হিন্দি ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের জন্য তাঁর সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে। যদিও এখনও কিছুই নিশ্চিত করেননি অভিনেতা বা তাঁর টিম।

ক্যারিয়ারের শুরুর দিকে মুম্বইয়ে ভাগ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন জিৎ (Jeet)। তবে তখন সাফল্য আসেনি। সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। আজ তিনি টলিউডের অন্যতম সফল নায়ক ও প্রযোজক। সম্প্রতি মুম্বই-কলকাতা যাতায়াতও বেড়েছে তাঁর। ‘চেঙ্গিজ়’ ছবির প্রচারে আগে বলিউডে সক্রিয়ভাবেই অংশ নিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত জিৎ (Jeet) কোনও হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কি না, তা স্পষ্ট নয়। তবে অনুরাগীদের আশা, খুব শিগগিরিই বড় পর্দায় তাঁকে দেখা যাবে এক নতুন পরিচয়ে। এদিকে, রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ ছবিতেও এক ভিন্ন রূপে আসছেন জিৎ।

আরও পড়ুন: Naga Chaitanya-Shovita Dhulipala: বিয়ের পর গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন যুগল

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *