কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য’ কবিতার পঙ্ক্তি যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। পহেলগাঁওয়ের ঘটনার পর তিনিও যেন অরিজিৎ সিংহের মতোই বলছেন, ‘গান শোনাবার দিন নয় আজ।’ সেই অনুভূতি থেকেই শ্রেয়া ২৬ এপ্রিল সুরাতে অনুষ্ঠিতব্য তাঁর গানের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন। সমাজমাধ্যমে অনুরাগীদের উদ্দেশে বার্তায় তিনি শুধু দুঃখ প্রকাশ করেননি, টিকিটের মূল্য ফেরতের ব্যবস্থাও করেছেন।
প্রসঙ্গত, অরিজিৎ সিংহও একই পথে হাঁটেন। তাঁর ২৭ এপ্রিল চেন্নাইয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যা তিনিও বাতিল করেন এবং টিকিটের মূল্য ফেরতের ঘোষণা দেন।
২২ এপ্রিল শান্তিপূর্ণ কাশ্মীরে ফের মাথাচাড়া দেয় সন্ত্রাসবাদ। নির্বিচারে নিরীহ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই বর্বর ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন দেশের বহু খ্যাতনামা শিল্পী। তাঁদের মধ্যে শ্রেয়াও ছিলেন। তিনি লেখেন, এই নারকীয় ঘটনায় তিনি ব্যথিত, স্বজনহারা মানুষের কান্না তাঁর কণ্ঠরোধ করেছে। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।
একদিন পর শ্রেয়া জানান, তিনি আছেন, তাঁর গানও থাকবে; তবে সব সময় গান গাওয়া বা শোনা সম্ভব নয়। বিশেষ কিছু মুহূর্ত নীরবতায় সম্মান জানানোই শ্রেয়।
অরিজিৎ ও শ্রেয়ার এই মানবিক পদক্ষেপে অনুরাগীরা অভিভূত। তাঁদের মন্তব্যবাক্সে শুভেচ্ছা ও শ্রদ্ধার বন্যা বইছে। তাঁদের মতে, প্রকৃত শিল্পী তিনিই, যিনি মানুষের যন্ত্রণাকে অনুভব করতে পারেন।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই বলিউডে একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরো পড়ুন: Pakistan: জলই অস্ত্র! পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নতুন স্ট্র্যাটেজি
Image source-Google