সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা প্রশ্ন তুলেছে বাংলা বিনোদন জগতের দায়িত্ববোধ নিয়ে। জনপ্রিয় একটি সিরিয়ালের সাফল্য উদ্যাপন করতে গিয়ে রাতভর পার্টি ও মদ্যপানের পর সকালে গাড়ি চালিয়ে ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটান সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস, যিনি ইন্ডাস্ট্রিতে ‘ভিক্টো’ নামে পরিচিত। ঠাকুরপুকুর সংলগ্ন এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ঢুকে পড়ে একটি বাজার এলাকায়, যার ফলে আহত হন বেশ কিছু পথচারী।
এই ঘটনার জেরে ধারাবাহিক থেকে বাদ পড়েন অভিনেত্রী ঋ ও স্যান্ডি সাহা। বৃহস্পতিবার ঋ-এর পরিবর্তে অভিনেত্রী রিমঝিম মিত্রকে (Rimjhim Mitra) ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে নেওয়া হয়েছে। বন্ধুর জায়গায় এভাবে আসতে হবে তা কখনোই ভাবেননি রিমঝিম (Rimjhim Mitra)। কিন্তু যাই ঘটে যাক। ধারাবাহিক বন্ধ করা যাবেনা।
বললেন, ‘আসলে বিভিন্ন কারণে ধারাবাহিক থেকে কলাকুশলী পরিবর্তন হয়েই থাকে। তবে এটা ঠিক, এই ঘটনাটা একেবারেই আলাদা। এই সেটের সকলের সঙ্গেই আমি আগে কাজ করেছি। পরিচালক রূপকদার সঙ্গেও কাজ করেছি। তাই খুব যে অন্যরকম লাগছে তা নয়। তবে আমায় চ্যানেল থেকে ফাইনাল করার পরই ঋতুকে ফোন করেছিলাম। দীর্ঘদিনের পরিচয়। একই ইন্ডাস্ট্রির সহকর্মী। এটা তো ন্যূনতম একটা সৌজন্য।’
মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং তার পর এমন মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগ ইন্ডাস্ট্রির এক সহকর্মীর বিরুদ্ধে। ঘটনার কথা মনে করে রীতিমতো শিউরে উঠছেন রিমঝিম। বললেন, ‘আমি সত্যি বলতে খুবই ঘাবড়ে গিয়েছিলাম। শুধু একটা কথাই বলব আমাদের সকলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। একটু সংযত হওয়া উচিত। সঙ্গে অবশ্যই চাইব অপরাধ প্রমাণ হলে যাদের যে শাস্তি প্রাপ্য, সেটা যেন পায়। কে বন্ধু, কে সহকর্মী সেটা তো পরের বিষয়। অন্যায়টা তো অন্যায়।’
বেশ কিছুদিন বিরতির পর আবারও শুটিং ফ্লোরে ফিরলেন রিমঝিম। প্রতিবারের মতোই এক্সাইটেড তিনি। অভিনেত্রীর কথায়, ‘আসলে সত্যি বলতে ধারাবাহিকে কাজ করার ক্ষেত্রে তো ছুটি খুব কম পাওয়া যায়। তাই গত বছর পুজোর পর থেকে অনেকদিন কাজ বন্ধ রেখেছিলাম।’ এমনিতে রিমঝিম খানিক ব্রেক নিয়ে কাজ করতেই পছন্দ করেন। তবে এই অফার খানিক আকস্মিক ভাবেই আসে তাঁর কাছে। অভিনেত্রীর কথায়, ‘বিশ্বাস করুন এ ভাবে কোনও সুযোগ আসুক আমি সত্যি চাইনি। এখন ভালো ভাবে ধারাবাহিকটি চলুক এটুকুই চাই।’
আরো পড়ুন: Shahid Kapoor: প্রথম সন্তান জন্মের সময় কোন পরিস্থিতির সামনে এসেছিলেন শাহিদ?
Image source-Google