রবিবার হঠাৎই বুকে ব্যথা শুরু হয় অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে (A.R. Rahman) চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। রহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তবে ভয়ের কিছু নেই, কিছু রুটিন চেকআপের পরেই তাকে ছুটি দিয়ে দেওয়া হয়।
মূলত শরীরে জলের অনুপস্থিতিতে এমনটা ঘটেছে জন্য যাচ্ছে। একে রমজানের উপবাস, তার ওপর শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরার দীর্ঘ সফর রহমানের (A.R. Rahman) শরীর নিতে পারেনি। শারিরীক অস্বস্তির কথা নিজেই বলছিলেন। এরপর আর দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালবাসা ও আন্তরিকতায়ে আমরা কৃতজ্ঞ।’’
আরও পড়ুন: Alia Bhatt: প্রসবোত্তর ওজন কমিয়ে কিভাবে শ্যুটিংয়ে ফিরেছিলেন আলিয়া?
Image source-Google