নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রামমন্দির (Ram Mandir) নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে মন্দির নির্মাণের কাজ শুরু হবে। এদিন শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে শুভেন্দু বলেন, “রাম নবমীর দিন থেকেই মন্দিরের কাজ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণপ্রান্তে সোনাচূড়াতে অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করা হবে।” এর আগে শুভেন্দু সোনাচূড়া গ্রামে প্রায় সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দির নির্মাণের কথা জানিয়েছিলেন এবং এক বছরের মধ্যে সেই কাজ শেষ করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন।
এদিকে, ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশি আক্রমণে কৃষকদের মৃত্যুর ঘটনায় তৃণমূল প্রতি বছর শহিদ দিবস পালন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষিজমি রক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা।” মমতা নন্দীগ্রামকে নিজের হৃদয়ের কাছের জায়গা বলে উল্লেখ করেছেন, কারণ ২০০৭ সালে সেখানে পুলিশি আক্রমণের ফলে ১৪ জন গ্রামবাসী নিহত হন।
তবে, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি ও তৃণমূলের মধ্যে ধর্মীয় রাজনীতির অভিযোগ উঠেছে। কংগ্রেস ও সিপিএমও অভিযোগ করেছে যে, এই রাজনৈতিক দলগুলো ধর্মকে কাজে লাগাচ্ছে। ২০২১ সালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, নন্দীগ্রাম দিবস এখন দুই ভাগে বিভক্ত।
আরও পড়ুন:Imtiaz Ali: আবার কি ইমতিয়াজের হাত ধরে বড় পর্দায় এক হচ্ছে শাহিদ ও করিনা?