আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে শাহিদ কাপুর ও করিনা কাপুর (Kareena Kapoor Khan) খানকে কথা বলতে দেখা গেছে। একসময় যারা একে অপরকে প্রায় না দেখার ভান করে চলে যেতেন, তাদের এই হঠাৎ ভাব দেখে নেটিজেনরা বিশাল খুশি। এখন শাহিদ নিজেই কারিনার সঙ্গে দেখা হওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা বলেন যে, তাঁদের দু’জনেরই দেখা হতেই থাকে। এই সবই স্বাভাবিক।
আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসের গ্রিন কার্পেটে কারিনার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা বলতে গিয়ে শাহিদ বলেন, ‘আমাদের জন্য এতে নতুন কিছু ছিল না, আজ আমদের মঞ্চে দেখা হয়েছে এবং এখানে-ওখানে দেখা হতেই থাকে। কিন্তু আমাদের জন্য এই সব কিছুই সম্পূর্ণ স্বাভাবিক। যদি মানুষ এটা পছন্দ করেন তবে ভালোই।’
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন করিনা (Kareena Kapoor Khan) এবং শাহিদ। একসাথে অনেক ছবি করেছেন। কিন্তু জব উই মেট ছবিতে অভিনয় করার সময়ই তাদের বিচ্ছেদ হয়। এরপর তাশান ছবিতে সইফ আলি খানের সাথে জুটি বাঁধতে দেখা গেছে করিনাকে। সেখানেই তাদের প্রেমের সূত্রপাত হয়। কয়েক বছর একে অপরের সঙ্গে ডেটিং করার পর, দু’জনে বিয়ে করেন।
আরো পড়ুন: Debchandrima Singha Roy: কলকাতায় নিরাপত্তা নেই দেবচন্দ্রিমার, জানালেন নিজেই
Image source-Google