টলিউডে এখন চলছে বিয়ের মরশুম। সম্প্রতি বিয়ে সেরেছেন শ্বেতা এবং রুবেল আবার অন্যদিকে বাগদান পর্ব মিটেছে সুকান্ত এবং অনন্যার। তাই এবার দর্শকদের চোখ ঘুরেছে দেবাদৃতা (Debadrita Bose) এবং রাহুলের দিকে। কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারা?

প্রশ্ন শুনেই ইতস্তত বোধ করে এই কাপল বললেন, ‘বিয়ে তো করবই। সে নিয়ে প্ল্যানও আছে অনেক। সময়টা আমরা এখনই বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি আমাদের বিয়েতে অনেক কিছুর সঙ্গে থাকবে আমাদের দু’জনেরই পছন্দের ফিস ফ্রাই। আসলে আলোচনা এইটুকুই এগোতে পেরেছি এখনও। এখন দু’জনেই কাজে ফোকাস করছি। চুটিয়ে প্রেমও করছি। আর একটু গুছিয়ে নিই। তারপর বিয়ে নিয়ে ভাবব।’

প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ-এর ‘খাকি’ ছবির হাত ধরে বলিউডের জার্নি শুরু করেছেন রাহুল। অন্যদিকে দেবাদৃতাও (Debadrita Bose) মুম্বইতে কাজ করবেন বলে ভাবছেন। তাই কেরিয়ারের এই পিক টাইমে তারা বিয়ে নিয়ে কেউই ভাবতে চাইছেন না এখন। বর্তমানে কাজের দিকে মন দিতে চান এবং চুটিয়ে প্রেম করতে চান দুজনেই।

আরো পড়ুন: Neel-Trina: সত্যিই কি বিচ্ছেদ হচ্ছে নীল এবং তৃণার?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *