টলিউডের অন্যতম হট কাপল হলো নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা। খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়েছিল তাদের। একসাথে তাদের ছবি প্রায় সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। কিন্তু শোনা যাচ্ছে তাদের ৪ বছরের দাম্পত্য জীবনে নাকি ছন্দপতন ঘটেছে সম্প্রতি। এও শোনা যাচ্ছে তাদের এই বিয়ে নাকি চুক্তির বিবাহ ছিল। তাই চার বছর কাটতে না কাটতেই আলাদা হতে চলেছেন তারা।
কিন্তু সত্যিই কি তাই? ঘটনার সত্যতা যাচাই করার জন্য যোগাযোগ করা হয়েছিল নীল এবং তৃণা দুজনকেই। নীল ফোন তোলেননি কিন্তু তৃণার (Trina Saha) সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তৃণা জানান, “এ রকম কিছুই হচ্ছে না। এ বারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোটাই মিথ্যে।”
এর আগেও বহুবার তাদের বিচ্ছেদের গল্প শোনা গেছে। তবে প্রতিবারই এই তারকা দম্পতি তা উড়িয়ে দিয়েছেন। এইবারও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে নীল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নীল। আবার অন্যদিকে তৃণা (Trina Saha) ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘পরশুরাম’-এর শুটিংয়ে
আরো পড়ুন: BJP:কাকদ্বীপে তুঙ্গে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল!
Image source-Google