একাধিক সফল ছবি থাকলেও বর্তমানে খুব একটা দেখা যায়না আমিশা প্যাটেলকে (Amisha Patel)। তবে এবার নবাগত অভিনেতা অভিনেত্রীদের একহাত নিলেন আমিশা। আমিশার মতে তারা ইন্সটাগ্রামে বেশি মনোযোগী অভিনয়ের থেকে।
অভিনেত্রী বলেন, “আমাদের সময়ে সব কিছু আরও বাস্তবমুখী ছিল। শাহরুখ, সলমন, আমি, রানি, করিনা, আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য ছিল ক্যামেরার সামনে আমরা কী করছি।” অমিশা বলেন, “দর্শকের আগ্রহ বজায় রাখতে এই দিকটি মাথায় রাখা প্রয়োজন। আমার মনে হয়, এই প্রজন্মের অভিনেতাদের এটাই সব থেকে বড় নেতিবাচক দিক।”
এই প্রসঙ্গেই অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেন আমিশা (Amisha Patel)। বলেন, “সেই সময় তাঁদের ঘন ঘন টেলিভিশনে দেখা যেত না বা তাঁরা এত সাক্ষাৎকারও দিতেন না। প্রেক্ষাগৃহে তাঁদের ছবি আসত আর দর্শক ঝাঁপিয়ে পড়ত। ছবি সফল হত। আর এখন বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে বিষয়টা।”
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন বিটের চিপ্স
Image source-Google