সম্প্রতি ফসিলস ব্যান্ডের অন্যতম সদস্য চন্দ্রমৌলির (Chandramouli Biswas) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার ফ্ল্যাট থেকে। যেই মানুষ সকালে নিজের ফেসবুকের ডিপি পরিবর্তন করেছেন সেই রাতের মধ্যে কেনো এমন করে বসলেন এই নিয়েই মানুষের মধ্যে আলোচনার শেষ নেই। তবে আসল কারণ ছিল গানের জগতে থেকেও ঠিক মত উপার্জন করতে না পারায় অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি বিশ্বাস (Chandramouli Biswas)।
চন্দ্রমৌলি চলে যাওয়ার পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে। সঙ্গীত জগতের আরেক কিংবদন্তি শিল্পী দেবদীপ নানা ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলেছেন, “একটা বিষয় লক্ষ করছি। লোকে এখনও অনুষ্ঠানে গেলে জিজ্ঞাসা করে, ‘আপনার হ্যান্ডস ক’জন?’ গিটারবাদক, ড্রামার, বেসিস্ট— এই নামগুলি ব্যবহার করা হয় না। আসলে অধিকাংশ ব্যান্ডেই একজন মানুষই কথা বলেন। খুব কম ব্যান্ডই রয়েছে ‘চন্দ্রবিন্দু’র মতো। যেখানে প্রত্যেকে নিজের মতো করে সঙ্গীতের মাধ্যমে নিজেদের প্রকাশ করেন। সাধারণ মানুষকেও জানতে হবে, সঙ্গীতশিল্পীদের কী বলে সম্বোধন করতে হয়। শিল্পীরা শুধু খুশি করার জন্য গান বাঁধেন না। মঞ্চে গান গাইতে উঠে অদ্ভুত অনুরোধ আমার কাছেও এসেছে। কোনও এক প্রত্যন্ত গ্রামের রক্তদান শিবিরে গান গাইতে ওঠার পরে হয়তো ‘টুনির মা’-র মতো গান গাওয়ার অনুরোধ এসেছে। সেটা কী ভাবে সামাল দিতে হয় আমরা জানি।”
সঙ্গীতে জগতে যথাযথ কৃতিত্ব না পাওয়া নিয়ে দেবদীপের মত, “বাংলা ইন্ডাস্ট্রি কিছু দিচ্ছে না, এই ক্ষোভ পুষে রাখতে পারি না। অজস্র শিল্পী রয়েছেন। সেখানে আমার একার কিছু কেন হচ্ছে না, তা নিয়ে কত বলব। আমি রাজা হতে চাই না। সহাবস্থান প্রয়োজন।”
আরো পড়ুন: Saline Controversy: স্যালাইন কাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের!
Image source-Google