অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) প্রথম পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। ভারতের এক বিশেষ সময় রাজনৈতিক নেতাদের কাজকর্ম, বিতর্ক, দেশের পরিস্থিতি দেখা যাবে এই সিনেমায়। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।
কঙ্গনা (Kangana Ranaut) এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, “ছবিতে অনুপম খেরকে পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি তিনি এ ছবিতে কাজ করতে অস্বীকার করতেন, তা হলে আমি ছবিটা বানাতেই পারতাম না। পর্দায় ওঁর ব্যক্তিত্বটা দেখুন… একটা সততার প্রকাশ রয়েছে ওঁর মুখে। আর কেউ জয়প্রকাশ নারায়ণের চরিত্র এতটা ভাল ভাবে ফুটিয়ে তুলতে পারতেন না।”
শুধু তাই নয় , স্বয়ং অনুপম খের সাংসদ-অভিনেত্রীকে ‘সেরা পরিচালকদের একজন’ বলে চিহ্নিত করে ফেলেছেন। তিনি বলেন, “রাজনৈতিক বিষয়ের উপর নির্মিত ছবিগুলির মধ্যে এটিই সেরা কাজ হতে চলেছে। আর কঙ্গনা সে কাজটি অনায়াস ভঙ্গিতে সেরে ফেলেছেন। ‘ইমার্জেন্সি’র নেপথ্যে রয়েছে ওঁর কঠোর পরিশ্রম। পরিচালনার পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করা মুখের কথা নয়, কিন্তু কঙ্গনা সেটাই করে দেখিয়েছেন। আমি যত পরিচালকের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্য অন্যতম সেরা কঙ্গনা।”
ছবিতে কাজ করা প্রসঙ্গে অনুপম বলেন, “যখন ইমার্জেন্সি ঘোষণা হল, তখন আমি ‘দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা’য় পড়াশোনা করি। ফলে আমাকে আলাদা করে অনেক গবেষণা করতে হয়নি এই ছবিটির জন্য। বরং সকলের হয়ে কঙ্গনাই সেই গবেষণার কাজটি করেছেন।”
আরও পড়ুন:
Image source-Google