বাংলাদেশ (Bangladesh) উত্তপ্ত হতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। রাজ্যজুড়ে চলছে ধরপাকড়। এই পরিস্থিতিতে কলকাতার মারকুইস স্ট্রিট থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি। তাঁর নাম, মহম্মদ আবিউর রহমান। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ওই যুবক।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ মারকুইস স্ট্রিট থেকে মহম্মদ আবিউর রহমান নামের বছর সাঁইত্রিশের এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৈধ পরিচয়পত্র ছাড়াই ভারতে ঢোকেন তিনি। শুধু তা-ই নয়, ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি এ দেশে এসে নকল পরিচয়পত্র তৈরি করেন। তৈরি করেন ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথি।

এই ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের লিংক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । লালবাজার সূত্রে খবর, তাকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পারে, সে ২০২৩ সালের শুরু থেকে খিদিরপুরে থাকছিল । তবে ১২ বছর ধরে ভারত-বাংলাদেশ যাতায়াত ছিল তার।তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল এবং ইলেকট্রনিক্স গেজেট। সেগুলি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Rabindra Ghosh: রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করলেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *