টলিউডের নায়ক নায়িকাদের নিয়ে টলিপাড়ায় গুঞ্জন লেগেই রয়েছে। বর্তমানে “তেঁতুলপাতা” ধারাবাহিকের নায়ক হলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। সেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ ঝিল্লির সাথে গৌরবের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। চলতি মাসে হঠাৎই রটে যায়, এই গৌরব এবং দেবলীনা বিয়ে ভাঙার গুঞ্জন। অবশ্য, দুজনেই সেটা নাকজ করছেন, তবে চর্চা আর থামছে না!
দেবলীনা বৃহস্পতিবার শান্তিনিকেতনের কিছু ছবি শেয়ার করেন। আর ক্যাপশনে লেখেন, ‘আমাকে সম্প্রতিকালে একজন বলেছে যে আমার মনের মধ্যে ঝড় চললেও, মুখ দেখে সেটি বোঝার উপায়ে নেই, এটার সঙ্গে আমিও একমত না হয়ে পারছি না। বহুবছর ধরে এই ডিফেন্স মেকানিজমটা টা আমি তৈরি করেছি, তাতে অনেকগুলো সুবিধে, সেগুলো নাহয়ে পরে একদিন বলবো।’ এরপর অবশ্য দেবলীনা স্পষ্ট করে দিয়েছিলেন, ‘এই ছবিগুলোকে তেমন ভাববেন না যেনো, এগুলোতে মন থেকেই হাসছিলাম’।
দেবলীনা চক্রবর্তী ও গৌরবের (Gourab Chatterjee) বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয়েছে বেশ অনেকদিন ধরেই। এর মধ্যেই স্বামীকে ছাড়া বিশেষ সফর আরো জল্পনাকে বাড়িয়ে তুলেছে। এখন কতদিন চলে এই জল্পনা কল্পনা সেটাই দেখার।
আরও পড়ুন: Virat Kohli: মেলবোর্নে পৌঁছতেই মহিলা সাংবাদিকের সাথে বিতণ্ডায় জড়ালেন কোহলি
Image source-Google