সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি, রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ় ‘পরিণীতা’তেও সদ্য অভিনয় করলেন। এতকিছুর পর আবার ছোট পর্দায় ফিরছেন রোশনি ভট্টাচার্য। শোনা যাচ্ছে নায়িকা হয়ে ফিরবেন তিনি স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য়।

তবে কি হচ্ছে নায়িকা বদল? রোশনিকে (Roshni Bhattacharya) জিজ্ঞাস করতে তিনি এই নিয়ে এখনো কিছু জানেননা তিনি। হতে পারে, তিনি খলনায়িকা হয়ে ফিরবেন। কিংবা তাঁকে নায়িকার সমান্তরাল চরিত্রেও দেখা যেতে পারে।

এর মধ্যেই ধারাবহিকে রোশনি (Roshni Bhattacharya) অভিনীত চরিত্র “ঝোরা” চরিত্রটিকে দেখা গেছে। দেখে মনে হয়েছে নায়কের জীবনের অনেকটা জুড়েই রয়েছেন এই আধুনিকা। তবে বড় পর্দা ও সিরিজ ছেড়ে আবার ছোট পর্দায় কেনো ফিরলেন তিনি?

রোশনির কথায়, “আমার অভিনয় জীবনের শুরু ছোট পর্দা দিয়ে। ধারাবাহিক আমায় পরিচিতি দিয়েছে। পাশাপাশি স্থায়ী উপার্জনও। ফলে, ছোট পর্দাকে ভুলে যাওয়া সম্ভব নয়। তাই সুযোগ মিলতেই আবারও ফিরেছি। বাকিটা দর্শক বলবেন।”

আরও পড়ুন: Raj Chakraborty: দেব ও শুভশ্রীর একসাথে ছবি করা নিয়ে কি বললেন রাজ?

Image source-Google

By Torsha