বর্তমানে রাজ (Raj Chakraborty) ঘরণী হয়েছেন শুভশ্রী চক্রবর্তী। ছেলে ও মেয়েকে নিয়ে ভরা সংসার তার। তবে বিয়ের আগে তিনি সম্পর্কে ছিলেন টলিউড সুপারস্টার দেবের সঙ্গে। দেবের সাথে তার প্রেম নিয়ে চর্চা ছিল টলিপাড়ার সব মহলে।একসাথে চুটিয়ে ছবি করেছেন এই জুটি। কিন্তু হঠাৎই হয় ছন্দ পতন। ইতি হয় তাদের প্রেম জীবনের। এবং এরপর থেকে তাদের একসাথে আর কোন ছবিতে দেখা যায়না। শুধু ছবিই নয়, কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দুজনকে এখনও পর্যন্ত স্বাভাবিক ভাবে কথা বলতে শোনা যায়নি।

শোনা গিয়েছিল দেবের সাথে সম্পর্ক ভাঙার পর খুব ভেঙে পড়েছিলেন শুভশ্রী। তবে এরপর পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে তার প্রেম হয় এবং তাদের বিয়ে হয়।

তবে সম্প্রতি দেব ও শুভশ্রীর একসাথে ছবি করা নিয়ে প্রশ্ন করা হলে রাজ টিভি নাইনকে জানান, ‘সবার প্রথম দেব আর জিতের একসঙ্গে ছবি করা উচিত। দেব আর শুভশ্রী বা জিৎ আর শুভশ্রী নয়। হিরোইন তো প্রচুর হয়ে যাবে। কিন্তু আমার যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি পুরুষ প্রধান, দেব আর জিতের একসঙ্গে কাজ করা নিয়ে কথা বলো।’

আরও পড়ুন: Saif Ali Khan: নরেন্দ্র মোদীকে কি প্রশ্ন করলেন সইফ?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *