কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা না করেই সরাসরি বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়ার দল BNP-র নেতা। এই হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তাঁর বক্তব্যে উঠে এসেছে তীব্র ভারত-বিরোধিতা। রিজভির কথায়, ”যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।” এনিয়ে স্বভাবতই এপার বাংলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী পালটা রাফালে ‘জুজু’ দেখিয়েছেন।
বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষে দাঁড়িয়ে রিজভির বক্তব্যকে প্ররোচনামূলক বলে অভিহিত করেন। তিনি স্পষ্ট জানান, “অতিরিক্ত কথা বলে অশান্তি তৈরি করবেন না। আমরা দাঙ্গা চাই না।”মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, বাংলাদেশ ইস্যুতে একাধিক ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “ফেক ভিডিও বাজারে চলছে। এগুলো ছড়িয়ে প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে। তবে আমরা যথেষ্ট সক্রিয়। আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না।”
আরও পড়ুন:Bangladesh: ইউনুসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি