অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু। তার মধ্যেই অভিনেত্রীর জীবনে শোকের ছায়া। সমাজমাধ্যমে সে কথা জানিয়েছেন তিনি। কিন্তু একটা সময় নাকি বাবার সঙ্গে সামান্থার সম্পর্ক ছিল বেশ জটিল। ছোটো থেকেই সেই কারণে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয় সামান্থার মধ্যে।
সামান্থা (Samantha Ruth Prabhu) বলেছেন, “আমি যখন বড় হচ্ছি, অন্যের অনুমোদন ও স্বীকৃতি পাওয়ার অপেক্ষাতেই সময় কেটে যেত। অধিকাংশ ভারতীয় বাবার মতোই ছিলেন আমার বাবা। তাঁরা ভাবেন, সন্তানকে সুরক্ষা দেওয়াই তাঁদের কাজ।” তার বাবার কাছে তিনি যথেষ্ট স্মার্ট ছিলেন না। তিনি বলেছেন, “বাবা আমাকে বলেছিলেন, ‘তুমি খুব একটা সপ্রতিভ (স্মার্ট) না।’ ভারতীয় শিক্ষা এমনই। বাবা এমন বলেছিলেন বলে, আমি সত্যিই অনেকটা সময় ধরে বিশ্বাস করতাম, আমি ‘স্মার্ট’ এবং সাবলম্বী নই।”
সিনেমা হিট হওয়ার পরেও সামান্থা (Samantha Ruth Prabhu) ভাবতেন তিনি সাফল্য পাবেন না। গভীরভাবে এই কথা বিশ্বাস করতেন তিনি। অভিনেত্রীর কথায়, “সাফল্য দু’টি কাজ করতে পারে। প্রথমত আপনি ভাবতে পারেন, এই সাফল্যই তো আপনার প্রাপ্য ছিল। দ্বিতীয় আপনি এ-ও ভাবতে পারেন, যে সাফল্য বা ভালবাসা আপনি পাচ্ছেন, তার যোগ্যই নন আপনি। আমি দ্বিতীয়টা ভাবতাম নিজের সম্পর্কে।”
অভিনেত্রী বলেছেন, “আমি ভয় পেতাম। ভাবতাম, এক দিন সকলে বুঝতে পেরে যাবে, আমার কোনও প্রতিভা নেই। আমি ‘স্মার্ট’ নই। তাই নিজেকে কাজ ও চেহারার দিক থেকে উন্নততর করতে উঠে পড়ে লেগেছিলাম।”
আরও পড়ুন: Bangladesh: এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
Image source-Google