ইডির বিশেষ আদালতে জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে।
২০২২ সালের ২২ জুন গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা।দীর্ঘ তল্লাশির পর অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার ফ্ল্যাটে ৫২ কোটি টাকা, ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি। সেখান থেকে একাধিক নথিও মিলেছিল বলে খবর। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা। এমনটাই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। এবার সেই অর্পিতা জামিন পেলেন।
ভারতীয় ন্যায় সংহিতার ৪৭৯ ধারার ন্যাচারাল জাস্টিস সুনিশ্চিত করতে বলেছে আদালত । এই ধারা অনুযায়ী অর্পিতা মুখোপাধ্যায় বা এই ধরনের অপরাধী যাঁদের বিরুদ্ধে মূলত আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে । কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা যদি এই সময়ের এক তৃতীয়াংশ সময়ের মধ্যে তদন্তে কিছু প্রমাণ না করতে পারেন, তাহলে তাঁদের জামিন মঞ্জুর করতে হবে । অর্পিতা মুখোপাধ্যায়কে ২ বছর ৪ মাস ধরে সংশোধনাগারে রাখা হয়েছে । কিন্তু এতদিনেও ইডি তাঁর বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ তুলে ধরতে পারেনি ।সেই জন্যই এদিন আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে ।
আরও পড়ুন: AR Rahman: বিবাহ বিচ্ছেদ হলো সুরকার এয়ার রহমানের