আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনর ভোট গণনা (Election Result 2024)। মহারাষ্ট্রে বিজেপি এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে জোট করে ভোটে লড়েছে। চার মাস বাদে বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ উলটো ছবি। নির্বাচনের ফল বলছে, মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে বিজেপি। ধরাশায়ী বিরোধী শিবির।

উল্লেখ্য, কিছুদিন আগেই মহারাষ্ট্রে নিহত হন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর পুত্র জিশান সিদ্দিকি বান্দ্রা পূর্ব থেকে এই বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন অজিত পাওয়ারের এনসিপি টিকিটে। আপাতত তিনিও পিছিয়ে রয়েছেন। এর আগে ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে একই নির্বাচনী কেন্দ্র থেকে জিতেছিলেন জিশান।

অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভায় ৮১ আসনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২টি । ২০১৯ বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডি’র ‘মহাগঠবন্ধন’ । মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেএমএম প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন । এবারও তিন দল একসঙ্গে লড়ই করছে । সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)। ঝাড়খণ্ডের রাজনীতিতে সাঁওতাল পরগনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় ৷ যে দলই ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেক্ষেত্রে এই সাঁওতাল পরগনার সমর্থন খুব জরুরি ৷

 

আরও পড়ুন:Shabana Azmi: জাভেদ আখতারের কোন বিষয়টি অপছন্দের ছিল শাবানার?

By Sk Rahul

Senior Editor of Newz24hours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *