পোশাকের মাপ নেওয়ার নামে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এই ঘটনা রুখতে এবার নয়া প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের।
তাদের যুক্তি, মহিলাদের যাতে পুরুষের ‘অশ্লীল স্পর্শ’ থেকে রক্ষা করা যায়, তার জন্যই এই প্রস্তাব করা হয়েছে। উত্তরপ্রদেশ (Uttarpradesh) রাজ্য মহিলা কমিশনের আরও অভিযোগ, যেসব পুরুষ মহিলাদের চুল কাটেন বা মহিলাদের জন্য পোশাক তৈরি করেন, তাঁদের অনেকেই নানা অছিলায় মহিলাদের শরীর অশ্লীলভাবে স্পর্শ করেন। এই ধরনের অনভিপ্রেত ঘটনা রুখতে তাই নয়া দাওয়াই দেওয়ার পরামর্শ পেশ করেছে যোগী রাজ্যের মহিলা কমিশন।
এ প্রসঙ্গে কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, ‘বৈঠকে প্রস্তাব উঠেছে এখন থেকে উত্তরপ্রদেশে (Uttarpradesh) মহিলাদের পোশাকের মাপ শুধুমাত্র মহিলারাই নিতে পারবেন।’ সেইসাথে গোটা বিষয়টার ওপর নজরদারি চালাতে সমস্ত দোকানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।
আরও পড়ুন:TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা