গত বছর কেদারনাথের আদলে মণ্ডপ গড়ে তুলেছিলেন জামালপাড়া শান্তি সংঘের সদস্যরা।এবছর ৩৯ তম বর্ষে জামালপাড়া শান্তি সংঘের শ্যামা পুজোর মণ্ডপের থিম ছিল রাজস্থানের ভানগড় ফোর্ট মন্দির।

প্রসঙ্গত,জামালপাড়া শান্তি সংঘের সদস্যরা সারাবছরই সাধারণ মানুষদের পাশে থাকতে সমাজসেবামূলক নানারকম কাজ করে থাকেন।আর তাই এই শ্যামা পুজোর মাধ্যমেও এই পন্থা চালু রেখেছিলেন।পাশাপাশি মণ্ডপের দর্শনার্থীদের মনোরঞ্জের চলতো সাংস্কৃতিক অনুষ্ঠান।

তেমনি শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জামালপাড়া শান্তি সংঘের সদস্যরা।যেখানে অংশগ্রহণ করেছিলেন সার্থক মিউজিকাল ট্রুপ।সঙ্গীতের সুরের জাদুতে মুগ্ধ রেখেছিল তারা সাধারণ মানুষদের।

শুধু তাই নয়, সাধারণ মানুষদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।আর এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী।

জানা গিয়েছে,এই মণ্ডপের প্রতিমা বিসর্জন হয়েছে রবিবার।অর্থাৎ বলাবাহুল্য বুধবার থেকে রবিবার পর্যন্ত জামালপাড়া শান্তি সংঘের শ্যামা পুজোর মণ্ডপকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছিলেন আট থেকে আশি সকলেই।

 

আরো দেখুন:Kali Puja:সাড়ম্বরে সম্পন্ন হলো জামালপাড়া যুব সংঘের শ্যামা পুজোর মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠান!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *