ঘূর্ণিঝড়ের প্রভাব কমেছে। তবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে।তবে কালীপুজোর আগে কি নতুন করে নিম্নচাপ হবে?আবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলায়?এবার আবহাওয়া দফতরের দিল বড় আপডেট!

আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

২৮ অক্টোবর উত্তরবঙ্গে দুই পাহাড়ি জেলাতেও বৃষ্টি হতে পারে। ২৯-৩০ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ৩১ অক্টোবর উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ১-২ নভেম্বর দুই পাহাড়ি জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।অন্যদিকে ২ নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও মূলত মনোরম আবহাওয়াই থাকবে।

 

আরো দেখুন:Suvendu Adhikari:ঝাড়খন্ড প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারে অংশগ্রহন করার আগে কোলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *