জুনিয়ার চিকিৎসকরা পাশে আর নেই,এমনি কথা বললেন এবার শুভেন্দু অধিকারী।ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে সোমবার অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে সড়কপথে রওনা হন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নানান বিষয়ে মন্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, ” জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন, সেদিন থেকে ওঁদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও বলেন, “আরজি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।”

প্রসঙ্গত রবিবার সকালেই এই বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ‘চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পালকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে, তাতে সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বামদের জন্য এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে।’

আর এদিন নিজের মন্তব্যের ঝাঁঝ বাড়িয়ে একেবারে সোজাসাপ্টা কথায় শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, ‘জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন, সেদিন থেকে ওঁদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়।’

 

আরো দেখুন:Malda:’পুলিশই ওদের ভরসা..’TMC-র বিজয়া সম্মিলনীর মঞ্চে হাজির মানিকচক থানার IC উপস্থিত হতেই শুরু বিতর্ক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *