শোনা যাচ্ছে আবার ছোটো পর্দায় ফিরছেন নাকি আদৃত রায়। যদিও এসব নিয়ে মুখ খোলেননি নায়ক। কিন্তু তার নায়িকা কে হবেন সেই নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে শোনা গিয়েছিল, আদৃতের বিপরীতে থাকবেন স্বীকৃতি মজুমদার। কিন্তু পরে সেই কথা বিশেষ এগোয়নি। এরপর নাকি আদৃতের বিপরীতে নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে দেবের নায়িকা সৃজা দত্ত (Srija Dutta)। তবে সত্যিই কি তাই?

প্রশ্ন শুনেই অবাক হয়ে দেবের নায়িকা বলেন, ‘এই রে! আমি জানি না এই খবর কে বা কারা রটাচ্ছে, কিন্তু আমি কোনও মেগা সিরিয়ালে কাজ করছি না। আমার তো এখন পড়াশোনা চলছে, সিরিয়াল করলে তো পড়াশোনা ডকে উঠবে!’

সৃজা (Srija Dutta) হেসে বললেন, ‘বুম্বাদা আমার খুব প্রিয় মানুষ। ভীষণভাবে আমি ওঁনার প্রযোজনায় কাজ করতে চাই। আর আদৃতদার সঙ্গে কিছুদিন আগেই কথা হচ্ছিল। আমার খুবই কাজ করার ইচ্ছে আদৃতদার সঙ্গে, কিন্তু সমস্যাটা হল সিরিয়াল। কারণ আমার পক্ষে তো এখন ওই সময়টা দেওয়া সম্ভব নয়। আমাকে রোজ কলেজ যেতে হয়। এখনও আমি বই হাতেই বসে আছি। না হলে আমার সঙ্গে আদৃতদার জুটিটা খুব মানাবে বলেই আমারও মনে হয়’।

সৃজার কথায়, ‘আমি এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত। সারাদিন-সারারাত পড়াশোনা নিয়ে কেটে যাচ্ছে। আমার তো ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স, খুব চাপ পড়াশোনার। এখন সিরিয়াল তো দূরের কথা, আমি তো টানা ১৫-২০ দিনের শ্যুটিংও করতে পারছি না।’

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *