দুর্গাপুজো কার্নিভালের জন্য মঙ্গলবার সেজে উঠেছে রেড রোড। আর এই কার্নিভালের দিন ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের (RG kar protest) দ্রোহ কার্নিভাল কর্মসূচি নিয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ।

গত ১১ দিন ধরে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ রয়েছেন কিছু জুনিয়র ডাক্তার। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উৎসবের আনন্দের মুখোমুখি হতে চলেছে আন্দোলন। কলকাতা পুলিশের থেকে অনুমতি না মেলা সত্ত্বেও ‘দ্রোহের কার্নিভাল’ করবেন বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এদিন বিকেল ৪টেয় রানি রাসমণি রোডে জমায়েত হবেন তাঁরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের আটটি সংগঠন কর্মসূচিতে জমায়েতের ডাক দেয়। ধর্মতলায় মানববন্ধন করবেন জুনিয়র ডাক্তারেরা। মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠন ‘দ্রোহের কার্নিভাল’-এর সমর্থন করছেন। এদিন বিকেল সাড়ে ৪টে থেকে রেড রোডে শুরু হবে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে।

এদিকে কার্নিভালের জেরে আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকতবে। আজ দুপুর ২টো থেকে গাড়ি চলাচল বন্ধ থাকবে – রেড রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড ব়্যাম্পে। যতক্ষণ কার্নিভাল চলবে, ততক্ষণ সেই বিধিনিষেধ জারি থাকবে। এদিকে পুলিশ জানিয়েছে, আজ এক্সাইড মোড় থেকে হেস্টিং মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত এজেসি বোস রোডে সবরকম পণ্যবাহী গাড়ি (নিরঞ্জনের গাড়ি বাদ দিয়ে) চলাচলের উপর বিধিনিষেধ থাকবে। বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত সেই বিধিনিষেধ মেনে পণ্যবাহী গাড়ি চলাচল করবে। তারপর থেকে মহালয়া এবং দুর্গাপুজোয় যেরকম নিয়ম ছিল, সেটা মেনেই বিধিনিষেধ কার্যকর হবে।

 

আরো পড়ুন: Swastika Dutta: এবার দশমীতে মাকে বরণ করলেন অভিনেত্রী স্বস্তিকা

By Sk Rahul

Senior Editor of Newz24hours