রাতভর অবস্থানের পর বাঁশদ্রোণী থানা থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly Arrest)। নিয়ে যাওয়া হয় লালবাজার। বাঁশদ্রোণীর ঘটনায় এখনও পর্যন্ত চারটে এফআইআর করেছে পুলিশ।

জানা যায়, পথ দুর্ঘটনায় নবম শ্রণির পড়ুয়ার মৃত্যু ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। সকাল থেকে সন্ধে অবধি চলে উত্তেজনা। বুধবার সকাল ৭টা নাগাদ বাঁশদ্রোণীর দীনেশনগরে কোচিংয়ের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল নবম শ্রেণির পড়ুয়া। আচমকা একটি পে লোডার পিষে দেয় ছাত্রকে। হাসপাতালে নিয়ে গেলে ১৫ বছরের কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

তারপরেই বাঁশদ্রোণীতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। থানা ঘেরাও কর্মসূচিতে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে শেষমেষ গ্রেফতার করা হয় রূপা গঙ্গোপাধ্যায়কে।

 

আরও পড়ুন:RG kar protest: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলা টালিগঞ্জে

 

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours