আরজি কর-কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest) মিছিলে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠল কলকাতার টালিগঞ্জ এলাকার করুণাময়ীতে । নাগরিক সমাজের সেই মিছিলেই নাকি হামলা চালানো হয়। আর সেই হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কাউন্সিলর রত্না শূরের দিকে।
অভিযোগ, রত্নার অনুগামীরা প্রতিবাদীদের ওপর হামলা করে। এমনকি মিছিলে থাকা মহিলা, শিশুদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। সেইসঙ্গে, পুলিশের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। পুলিশ নাকি কোনও পদক্ষেপ না নিয়ে সোজা প্রত্যাখ্যান করেন তাদের।
জানা যাচ্ছে, আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রত্যেক শনিবার পুলিশের অনুমতি নিয়ে মিছিল করছেন তারা। মঙ্গলবার রাতেও একটি মিছিল যাচ্ছিল। কিন্তু আচমকা করুণাময়ী মোড় থেকে কয়েকজন মহিলা ঘিরে ধরে মারধর শুরু করে দেন। পাশের একটি বস্তি থেকেও কয়েকজন এসে হেনস্থা করেন বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন: Kinjal Nanda: পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের দাবিকে নস্যাৎ করলো কিঞ্জলের সত্য