সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এমনকি এমন অনেকেই আছেন যারা কুৎসিত ভাষায় ট্রোল করতে ছাড়েননি যারা কিনা ১৪ই আগষ্ট তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন। নুসরত জাহান সম্প্রতি কয়েকটি ছবি দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। আর সেই ছবি শেয়ার করে ওই তথাকথিত আর জি কর ‘প্রতিবাদী’ ফেসবুকে কুৎসিত ভাষায় লেখেন, “নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে।” বোঝাই যাচ্ছে ব্যক্তির ইঙ্গিত কোনদিকে গেছে।
ওই কুৎসিত পোস্ট আর আর জি করের বিচার চাওয়া প্রোফাইল পিকচার দুটো পাশাপাশি শেয়ার করে শ্রীলেখা (Shreelekha Mitra) লিখেছেন, “এইসমস্ত সম্ভাব্য ধর্ষক, ট্রোলারদের চিনে রাখুন। নুসরত হোক বা পাড়ার সোনামণি কারও ব্যাপারে এহেন মন্তব্য় করা থেকে বিরত থাকুন। এদের চিহ্নিত করে রাখুন। আর পোস্টগুলোকে প্রকাশ্যে এনে মুখোশ খুলে দিন, যতক্ষণ না ক্ষমা চাইছে। এদের সাহস বাড়াবেন না। সাইবার ক্রাইমের আইন আরও কড়া হওয়া উচিত। নুসরত আমার কাছের মানুষ নন, বরং দবর-দূরান্তের কোনও সম্পর্ক নেই ওঁর সঙ্গে, তবে এইসমস্ত হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলবই।” শ্রীলেখার (Shreelekha Mitra) মন্তব্যের সাথে একমত হয়েছেন অনেক ব্যক্তি। তারাও আওয়াজ তুলেছেন নেটপাড়ায়।
আরও পড়ুন: Junior Doctors Strike: ফের পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের
Image source – Google