গরুকে বাঁচতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেলো চারজন। শোকের ছায়া রাজগঞ্জের টাকিমারি ধূপগুড়ি বস্তিতে।

ভোরের আলো থানার পুলিশ সুত্রে জানা গেছে,- বাড়িতে হুকিং করে লাইট জালাতেন মৃত পরেশ দাস। শুক্রবার সন্ধ্যায় বাড়ির গরু নিয়ে ফিরছিলেন বড় ছেলে মিঠুন দাস। হুকিং তার এর একমাথা বাড়ির সামনে জমা জলে পড়েছিল। সেখানে বিদ্যুৎ পিষ্ট হয় গরুটি। গরুকে বাঁচতে ছুটে যান মিঠুন। তিনি বিদ্যুৎ পিষ্ট হন। চিতকার শুনে ছুটে আসে বাবা পরেশ দাস। তিনিও বিদ্যুৎ পিষ্ট হয়ে যান। এরপর নাতি ছুটে আসেন!

সুমন দাসকে কোলে নিয়ে ছুটে আসেন দিপালী দাস। তিনিও বিদ্যুৎ পিষ্ট হয়ে যান। এইভাবে ৪ জন বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যায়।

জানা গিয়েছে,- মৃত ব্যক্তিদের নাম পরেশ দাস,বয়স ৬০ বছর। মিঠুন দাস,বয়স ৩২ বছর। দিপালী দাস,বয়স ৫৫ বছর ও সুমন দাস,বয়স সবে আড়াই বছর।

এরপর ঘটস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ। দেহ উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 

আরো দেখুন:Weather Update:তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিললো উত্তরবঙ্গবাসীর