যত দিন যাচ্ছে আরজি কর কান্ডের বেরিয়ে আসা একের পর এই সত্য মানুষকে অবাক করে চলেছে। একজন ডাক্তার হয়ে হাসপাতালের ভেতর এমন কাণ্ড যে ঘটিয়ে চলা যায় তা একপ্রকার অবিশ্বাস্য মানুষের কাছে। এবার সমাজমধ্যমে এই নিয়ে কলম ধরলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। তিনি এই ঘটনার প্রতিবাদে পথে যেমন নেমেছেন তেমনই সমাজমাধ্যমেও লেখালিখি করেছেন। অনেকেই বলছেন এর জন্য না তাকে মাশুল গুনতে হয় পরে।
কি বলেছেন জিতু?
“সন্দীপ কাকা যখন ছোট ছিল, তখন সন্দীপ কাকার বাবা-মা কি জানতো বড়ো হয়ে তার ছেলে রেজিস্ট্রেশন খোঁয়াবে??? কত কষ্ট করে সন্দীপ কাকার বাবা-মা সন্দীপ কাকাকে ডাক্তার তৈরি করেছিলেন।”
জিতু (Jeetu Kamal) আরও বলেন, “তাই এখনকার জুনিয়ার ডাক্তারদের আমার একটাই অনুরোধ থাকলো,তোমরাও যখন ডাক্তার হবে গরিব মানুষের কথা চিন্তা করো,মানুষের সেবা-শুশ্রূষার কথা চিন্তা করো। একটু ভালো ব্যবহার করো রুগি আর রুগীর পরিবারের সঙ্গে, সে সময় তারা নিরুপায় থাকে তাই তোমাদের হাতে-পায়ে ধরে…”
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রাগি দিয়ে এই সুস্বাদু খাবারগুলি
Image source-Google