শত্রুর চীনের সঙ্গেই শেষমেশ হাত মেলালো ভারত। তাদের সঙ্গ দিচ্ছে বন্ধু দেশ রাশিয়াও (Russia)। শোনা যাচ্ছে এই তিন দেশ এবার একসাথে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। গোটা বিষয়টি রাশিয়ার সংবাদ সংস্থা টাসের তরফ থেকে জানানো হয়েছে।
রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সই লিখাচেভের মাথাতেই প্রথম এই ভাবনার কথা আসে। তিনি জানান চাঁদের মাটিতে ছোট ছোট করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া (Russia)। স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলা এই পুরো প্রকল্পটি থেকে প্রায় হাফ ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা রাখছেন তিনি যা ব্যবহৃত হবে নানা ক্ষেত্রে।
লিখাচেভ জানান, এই প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ও উত্তেজনার শেষ নেই। তবে বিশেষ করে ভারত ও চীন এই প্রকল্পটিতে অংশগ্রহণ করতে খুব ইচ্ছুক এমনটাই জানান তিনি।
২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় ভারত। এছাড়াও চাঁদে স্পেস সেন্টার তৈরি করতেও সমানভাবে উদ্যোগী ভারত। সেই ক্ষেত্রে বিদ্যুৎ খুবই প্রয়োজনীয়। আর সেই কারণেই এই প্রকল্প নিয়ে এতো উৎসাহী নিচ্ছে ভারত।
যদিও চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো নিয়ে রীতিমত প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলো ভারত ও রাশিয়া। সেখানে কার্যত ভারতের জয় হলেও সবকিছু ভুলে এই নতুন প্রকল্প সফল করতে পুনরায় হাত মিলিয়েছে ভারত। এবং রাশিয়া।
আরো পড়ুন:Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিংড়ির পেঁয়াজি
Image source-Google