আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবার মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তিনি বললেন আগে বলা হতো রাত ৯টার পর বাড়ির বাইরে যেনো মেয়েরা না থাকে। রাত ৯টার পর যারা বাড়ির বাইরে থাকে তারা ভদ্র বাড়ির মেয়ে নয়। কিন্তু বর্তমানে কাজ কর্মের সূত্রে মেয়েদের রাত করেই ফিরতে হয়।

অপরাজিতার (Aparajita Adhya) কথায়, ‘যুগের নিয়মে সবই বদলেছে। মানুষও বুঝেছেন রাতেও মেয়েদের কাজ করতে হতে পারে। বাবা-মায়েরাও বিষয়টা মেনে নিয়েছেন। একসময় আমাদের শেখানো হত ব্যাগ পিঠে নয়, বুকের কাছে ধরে নিয়ে ফিরবে। যাতে কেউ গায়ে না হাত দিতে পারে। তবে এখন কাজের ধারা বদলে গিয়েছে।’

শিল্পীদেরও গ্রামে-গঞ্জে রাতে অনুষ্ঠান করতে যেতে হয়। সেপ্রসঙ্গ অপরাজিতা বলেন, ‘রাত ১২টার পর আমিও নিরাপদ মনে করি না। তাই ১২ টার পর অনুষ্ঠান করি না, এটা বলাই থাকে। এমন অনেক কিছুই দেখেছি, তাতে নিরাপত্তার অভাব বোধ করেছি।’

ধর্ষণ নিয়ে সুর চড়িয়ে বলেন, ‘লোকে বলে ছোট পোশাক পরার জন্য নাকি ধর্ষণ হয়। আমি কখনও শুনিনি এমটা ঘটেছে। বরং শাড়ি, সালোয়ার পরেই মেয়েরা ধর্ষিতা হয়েছে। এমনকি দেড় বছরের শিশু, আবার ৭৬ বছরের বৃদ্ধাকেও ধর্ষণ করা হয়েছে। এটা তো বিকৃত মানসিকতা। এই ধারণা মেয়েদেরই আন্দোলন করে ভাঙতে হবে। …নিজের অধিকারের জন্য মেয়েদের তাই লড়াই করতেই হবে।’

আরও পড়ুন: Durnibar-Mohor: ভর দুপুরে বিপদে পড়লেন দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন

Image source-Google

By Torsha