আমেরিকান মতো দেশে ভিআইপির সংখ্যা মাত্র ২৫২ জন। রাশিয়াতে এই সংখ্যা ৩১২।জাপানে ১২৫,এবং ফ্রান্সে এই সংখ্যাটা মাত্র ১০৯ জন।আর আমাদের ভারতবর্ষে এই সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজার ৯২ জন। হ্যাঁ ঠিকই শুনছেন।

আমাদের দেশে শুধু নেতারাই নয়, নেতাদের মামা, কাকা, দুঃসম্পর্কের আত্মীয়দের পাশাপাশি নেতাদের বন্ধুরাও ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন।আর এই ভিআইপির আওতায় থাকার ফলে, কারেন্টের বিল থেকে শুরু করে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য প্লেন ভাড়া, কিংবা ফাইভ স্টার হোটেলের খরচা সবই ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়। সোজা কথায় আমার আপনার ট্যাক্সের টাকায় এই তথাকথিত ভিআইপিরা উৎসব করে। আপনাদের মনে হতে পারে আমাদের ভারতবর্ষে জনসংখ্যা বেশি তাই ভিআইপির সংখ্যাও বেশি।

এক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, চীনের জনসংখ্যা আমাদের ভারতবর্ষের মতো সমান হলেও, ওই দেশে ভিআইপির সংখ্যা মাত্র ৪৩৫। একবার ভেবে দেখেছেন কি আমাদের দেশে, ভিআইপি কালচার বন্ধ হলে দেশের ঠিক কত টাকা বেঁচে যাবে?

 

আরো দেখুন:Basirhat:সন্দেশখালির ঘটনায় বসিরহাট মহকুমা আদালতের সিবিআইয়ের আধিকারিকরা!