‘কোম্পানি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বিবেক ওবেরয় (Vivek Oberoi)। এরপর প্রচুর হিট সিনেমা উপহার দিলেও একটা সময় তাকে প্রচুর করে জীবন যাপন করতে হয়েছিল। কঠিন সময়ে কী ভাবে জীবনযাপন করতেন তিনি? সেই কথাই জানালেন অভিনেতা।

অভিনয়ে আসার আগে খুবই অল্প বয়সে ব্যবসা শুরু করে হাত খরচের টাকা জমিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করেন বিবেক। অভিনেতা বলেন, ‘‘তখন আমার ১৫ বছর বয়স। বাবাকে জানিয়েছিলাম, নিজে কিছু করতে চাই।’’ সেই মতো অভিনেতার কথায়, ‘‘পাশাপাশি, কিছু ছোটখাটো শো থেকেও উপার্জন করতাম।’’

সফল হওয়া স্বত্বেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে বিবেককে বলিউড কাজ পাওয়ার জন্য। কিন্তু তাকে নিজের চেষ্টায় ব্যর্থ হতে হয়েছে বারবার। অভিনেতা বলেন, ‘‘আমার ব্যবসা এবং অনুষ্ঠানে গিয়ে যে টাকা উপার্জন করেছিলাম, তা দিয়ে সংসার চালিয়েছি।’’

বিবেক (Vivek Oberoi) জানান, বলিউডে যখন তাঁর কাছে আর নতুন কোনও কাজ আসা বন্ধ হল, তার পর থেকে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন। অভিনেতার কথায়, ‘‘হাল ফেরাতে রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি কোম্পানিতে ধীরে ধীরে বিনিয়োগ করতে শুরু করি। এই মুহূর্তে কমপক্ষে ২৯টি সংস্থায় আমার বিনিয়োগ রয়েছে।’’

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন তিলের ভর্তা

Image source-Google

By Torsha