মাধ্যমিকের (Madhyamik) প্রশ্নফাঁস রুখতে উদ্যোগ নিল সরকার,রাজ্যের কিছু এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করলেন গোয়েন্দারা।

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।

সেই নিয়েই এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কোথা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে তার খোঁজ না করে ইন্টারনেট বন্ধ রাখা মানুষকে সমস্যায় ফেলা।

এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হবে। বহু জরুরি পরিষেবাও আটকে যাবে।”

উল্লেখ্য, আগেরবার পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় আগেই হোয়াটসঅ্যাপে ফাঁস হয়েছিল মূল প্রশ্নপত্র।

যা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল পরীক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে। সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার যথেষ্ট সাবধানী পর্ষদ।

সেইমতো উত্তরবঙ্গের একাধিক জেলার বেশকয়েকটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা।

যার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, মালদহ, কোচবিহার, দার্জিলিং, ও জলপাইগুড়ির মতো একাধিক জেলা।

তবে পরীক্ষার দিনগুলিতে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রিত হলেও চালু থাকবে ফোনকল কিংবা এসএমএসের সুবিধা।

রাজ্যের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের উত্‍সাহ দিতে তাঁদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, ‘২০২২ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। আত্মবিশ্বাস রেখো, সাফল্য আসবেই’।

তিনি আরও লিখেছেন, ‘এত বড় একটা কর্মকাণ্ড যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তাই সবার কাছেই সহযোগিতার আবেদন করছি। অল দ্য বেস্ট আমার প্রিয় পরীক্ষার্থীরা।’

সেইসঙ্গে টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।