বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিকেন কাঠি কাবাব। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১. পেঁয়াজ কুচি আধা কাপ

২. আদা বাটা আধা চা চামচ

৩. রসুন বাটা আধা চা চামচ

৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

৫. লেবুর রস ২ টেবিল চামচ

৬. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

৭. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ

৮. গরম মসলার গুঁড়া আধা চা চামচ

৯. জিরার গুঁড়া আধা চা চামচ

১০. লবণ স্বাদমতো ও

১১. মুরগির কিমা ২কাপ।

প্রণালী:

হাত দিয়ে সব উপকরণ একসঙ্গে মেখে ঢেকে রাখতে হবে ১০-১৫ মিনিট। এরপর বড় টুথপিক বা শাসলিক কাঠিতে মেরিনেট করা কিমাগুলো সমানভাবে ভাগ করে মুট করে গেঁথে দিতে হবে।

টুথপিকে গাঁথার সময় হাতে তেল অথবা পানি লাগিয়ে নিতে হবে। একই ভাবে সব কাবাবগুলো বানানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে (অল্প তেলে) গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো ভেজে নিন।

কিছুক্ষণ পর পর কাবাব উল্টে দিতে হবে, যাতে চারপাশেই ভালোভাবে ও সমানভাবে ভাজা হয়। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কাঠি কাবাব।

আরো পড়ুন: Weather Report:ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল?লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরির প্রবল আশঙ্কা বাংলায়?বড় আপডেট দিল আবহাওয়াবিদরা

Image source-Google

By Torsha