কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
কলকাতার দৃশ্যদূষণ ঠেকানোর চেষ্টায় আপাতত মরিয়া কলকাতা পৌরসভা।
কলকাতাকে এই দৃশ্য দূষণ থেকে মুক্ত করতে শীঘ্রই বিজ্ঞাপন নীতি আনছে পৌরসভা। এমনটাই কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে জানিয়েছিলেন ফিরহাদ হাকিম।
কলকাতার মেয়রের এই সিদ্ধান্তকে সমর্থন এবং স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।
ফিরহাদ হাকিমকে কলকাতা দৃশ্য দূষণ নিয়ে বলতে শোনা গিয়েছিল, শহরের কোথায় কোথায় এবার থেকে হোডিং লাগানো হবে তাঁর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে পুরসভা।
কোন কোন রাস্তায় হোডিং লাগানো যাবে ,কতগুলি করে হোডিং লাগানো যাবে সেই সব কিছুর হিসেব বলে দেওয়া হবে সেই তালিকায়।
শহরের যেকোনো প্রান্তে পোস্টার হোডিং লাগাতে গেলে এবার থেকে পুরসভার অনুমতি নিতে হবে বলেই জানিয়েছিলেন তিনি।
দিলীপ ঘোষ ফিরহাদ হাকিমের এই বক্তব্য সম্পর্কে বলেন, যেসব রাজনৈতিক বিজ্ঞাপন গুলি দৃশ্য দূষণ ঘটায় সে গুলি বন্ধ করে দেওয়া উচিত নির্বাচন কমিশনের।
হোডিং লাগালেও তার পরিমান নির্দিষ্ট করা হোক এবং নির্ধারিত সময়ের মধ্যে সেই হোডিং খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হোক।
না হলে পুরসভা দায়িত্ব নিয়ে এসেই হোডিংগুলি খুলে দিক এবং রাজনৈতিক দলগুলির কাছ থেকে এর খরচা নেওয়া হোক।
ফিরহাদ হাকিম (Firhad Hakim) দ্বিতীয়বারের জন্য কলকাতা পৌরসভার মেয়র পদের দায়িত্ব নিয়ে কলকাতার উন্নয়নের পরিকল্পনা করেন।
এবার থেকে ৬ মাস অন্তর অন্তর রিপোর্ট পেশ করা হবে কলকাতা পুরসভার এমনটাই জানিয়েছিলেন তিনি।
সেই সময়ই বিজ্ঞাপনের মাধ্যমে যে দৃশ্য দূষণ হচ্ছে তা নিয়ন্ত্রণ করার চেষ্টার কথা উল্লেখ করেছিলেন ফিরহাদ।