সারেগামাপা (Saregamapa) নিয়ে একের পর এক বিতর্ক চলতে থাকছে। কিছুদিন আগেই বিচারক আসনে বসে থাকা গৌরবের বিরুদ্ধে গান না শুনে হাসাহাসি করার অভিযোগ উঠেছিল। এবার আবারও ঘুষ নেওয়ার অভিযোগে উঠলো এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে।

কৃষ্ণনগরের ছেলে সুপ্রিয় সারেগামাপা-র (Saregamapa) নামে মারাত্মক অভিযোগ তুলে লিখলেন, ‘আমি কিছু বলতে চাই সবাইকে, সারেগামাপা- এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা-আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা। হ্যাঁ ঠিকই দেখছো তোমরা, 2nd রাউন্ড-এর অডিশন দেওয়ার পর আজ সন্ধায় আমার ফোনে ফোন আসে, এবং আমার কাছ থেকে ২ লাখ টাকার ডিমান্ড করা হয়, সারেগামাপা-র পরবর্তী ৫টা এপিসোড এর বিনিময়ে।’

তিনি আরো লেখেন, ‘আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিলো, কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভি তে দেখে এসেছি , তা সবটাই সাজানো আর টাকার বিনিময়। আমি তাদেরকে না করে দেই। কারণ এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম , বিশ্বাস উঠে গেলো এইসব জিনিসের ওপর থেকে।’

এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই সুপ্রিয়র পক্ষে কথা বলেন, আবার অনেকেই এর বিরোধীতা করেন। কেউ কেউ আবার বলেন তারাও একই ঘটনার শিকার। আবার অনেকেরই মনে হয় এসবই সুপ্রিয়র নিজেকে জনপ্রিয় করার ছক।

এরপর অবশ্য কটাক্ষ বাড়তে একটি লাইভ করেন সুপ্রিয়। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এপ্রিলের ২০ তারিখ বহরমপুরে অডিশন দেই। সিলেক্ট হই। ২৫ তারিখ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকেন ডিডিআর স্টুডিয়োতে। বিচারকরা আমার গান পছন্দ করেন। প্রশংসা করেন। শোনেনও তাঁরা আমার গান ধৈর্য নিয়ে। অনেকে দাবি করেছিলেন, অবহেলা করা হচ্ছে। গান শোনা হচ্ছে। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি একটা পজিটিভ পোস্টও করি। সেই পোস্টের ২-৩দিনের মাথায় আমার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। বলে সারেগামাপা থেকে বলছি। একটু কায়দা করে এরা টাকা চায়। বলে, আপনি পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্ট হয়েছেন। তবে ৫টি এপিসোডের জন্য ২ লাখ টাকা দিতে হবে। কারণ হিসেবে বলে, স্পনসররা আমাকে প্রোমোট করবে। আর এই প্রোমোট করার জন্যই টাকাটা লাগবে। আমি রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু রেকর্ডিং অন করার অ্যালার্ট আসার সঙ্গে সঙ্গে ওরা ফোনটা কেটে দেয়।’

যদিও ফেক কলের সম্ভাবনা একেবারেই এড়িয়ে যাওয়া যাচ্ছেনা। তবে সুপ্রিয়কে এরপর অনেকবার হুমকি দেওয়া হয়েছে যার মধ্যে অনেকেই আছেন জি বাংলার তারকা। তাই তিনি মনে করেন জি বাংলার উচিৎ এই বিষয় খতিয়ে দেখা।

আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের নন ফিকশন শোয়ের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha