এবার পিঠে করে নিয়ে ঘুরুন AC! দামও সাধ্যের মধ্যে।কি কথাটি শুনেই অবাক লাগলো?এবার বাজার কাঁপাতে সনি কোম্পানি নিয়ে এলো পকেট এসি।যা জামার পিছনে লাগালেই ঠান্ডা ঠান্ডা কুল কুল! বিশেষত্ব কী?কিভাবে কাজ করে এই এসি? কোথা থেকে কিনবেন?জানুন!
বর্তমানে বাংলার পরিস্থিতি নাজেহাল।গরমে হাসফাঁস করছে গোটা বাংলা।ঠিক এমন সময় পকেট এসি নিয়ে এলো অত্যন্ত বিশ্বস্ত কোম্পানি সনি।নয়া স্মার্ট ওয়্যারেবল থার্মো ডিভাইস কিটের নাম হল Sony Reon Pocket 5। এই ডিভাইসটির ওজন মাত্র ১১৬ গ্রাম। কোম্পানি সূত্রে খবর,- এই পকেট এসিতে 5টি কুলিং লেভেল রয়েছে। ইউজার তার ইচ্ছা মতো কুলিং লেভেল সেট করে রাখতে পারেন। রিওন পকেট ট্যাগও সাপোর্ট করে এই ডিভাইসের সঙ্গে যা রিমোট সেন্সর হিসাবে কাজ করে। যা আপনার চাহিদা অনুযায়ী কুলিং দিতে থাকবে। এই ডিভাইসের জন্য একটি রিওন নামের অ্যাপও এনেছে সংস্থা। যা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ফোনেই সাপোর্ট করে।
ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই পকেট এসি, বেশ কয়েকটি কন্ট্রোল বাটন রয়েছে যা দিয়ে তাপমাত্রা কমাতে ও বাড়ানো যাবে। এছাড়াও রয়েছে একটি স্টার্ট/স্টপ বাটন যা দিয়ে ইচ্ছা মতো এসি অন/অফ করা যাবে। সোনি রিওন পকেট এসির সুবিধা হল এটি যখনই ঘাড়ে অ্যাটাচ করবেন, তখনই এটির কুলিং বা হিটিং সুরু হয়ে যাবে। অর্থাৎ ম্যানুয়ালি কিছু করতে হবে না।
কোথা থেকে কিনবেন?
এই এসি আপনি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন!ভারতীয় মুদ্রায় এই ডিভাইসের দাম প্রায় নয় হাজার টাকার মতো।