আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলী ঘোষ দস্তিদারকে রেকর্ড সংখ্যক ভোটে জেতানোর জন্য রাজারহাটে (Rajarhat) কর্মী সভা!একগুচ্ছ মন্ত্রীদের চাঁচাছোলা বক্তৃতার মাধ্যমে মঞ্চ পরিণত হলো চাঁদের হাটে।

বেজে গেছে লোকসভা ভোটের দামামা।আগামী পয়লা জুন উত্তর ও দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম , বারাসত, বসিরহাট, যাদবপুর,জয়নগরে ভোট।আর এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে কাকলি ঘোষ দস্তিদারকে জয়যুক্ত করার জন্য রবিবার রাজারহাট বিষ্ণুপুরের খেলার মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।

যেই কর্মীসভায় এদিন উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলী ঘোষ দস্তিদার,সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার,পশ্চিম বঙ্গের অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু,খাদ্য মন্ত্রী রথীন ঘোষ,রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,মেয়র পরিষদ রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য,জেলার কর্মদক্ষ জাহানারা বিবি, তৃণমূল কংগ্রেসের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ শবনম নাজ মণ্ডল,টাউন সভাপতি অচিন্ত্য মন্ডল,বোরো চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল,রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর, উপপ্রধান রূপা নস্কর, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী লীলাবতী নস্কর সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্টজনেরা।

আর কাকলি ঘোষ দস্তিদারের এই জয় যাতে সফল হয়,তার জন্য এদিনের এই কর্মী সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কাতারে কাতারে মানুষের সমাগমে পরিপূর্ন হয়ে উঠেছিল এদিন রাজারহাট বিষ্ণুপুরের খেলার মাঠ চত্ত্বর।

 

 

আরো দেখুন:Rajarhat:আরো একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আজিজুল—মমতা