রক্তবীজ ছবির পর আবারো একসাথে দেখা যাচ্ছে আবির ও মিমিকে আলাপ ছবিতে। আগামী ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির জন্য চলছে জোরকদমে প্রচার। তবে একে অন্যকে নিয়ে কী জানালেন মিমি ও আবির?

এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানান, আবির (Abir Chatterjee) নাকি মাঝে মধ্যেই অভিযোগ করেন যে তিনি তাঁকে হিরো বলে মানেন না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ আবিরদা আমায় মাঝে মধ্যেই বলে তোর তো আমায় হিরো বলে মনে হয় না। আসলে কেউ যদি খুব কাছের হয় তাকে আলাদা করে স্টার বলে ভাবা যায় না।’ কিন্তু একই সঙ্গে তিনি অনুযোগ করে বলেন, ‘ আবিরদা আজ থেকে ১০-১৫ বছর আগে আমায় যেমন ট্রিট করত আজও ঠিক তাই করে। আমারও যে বয়স বাড়ছে সেটা মনে রাখে না।’

আবির (Abir Chatterjee) বলেন, ‘মিমি আগের তুলনায় অনেক ভালো অভিনেত্রী হয়েছে। অনেক ডিসিপ্লিনড হয়েছে। ভালো মানুষ হয়েছে। আসলে অভিজ্ঞতা মানুষকে আরও ভালো করে।’

প্রেমেন্দু বিকাশ পরিচালিত সুরিন্দর ফিল্মস প্রযোজিত আলাপ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্বী লাহা রায়, প্রমুখ। আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ।

আরও পড়ুন: Priyanka Chopra: কীভাবে কোণঠাসা করা হয়েছিল প্রিয়াঙ্কাকে?

Image source-Google

By Torsha