কিছুদিন আগেই শাড়ি পড়ার ধরণ নিয়ে মমতা শঙ্করের বক্তব্য সাড়া ফেলে দেয় গোটা সোশ্যাল মিডিয়ায়। কেউ অভিনেত্রীকে সাপোর্ট করেন আবার কেউ তাকে যথেচ্ছভাবে ট্রোল করেন। চারিদিকে এত ট্রোলিং, এত সমালোচনা, বক্তব্য নিয়ে আফসোস রয়েছে? মমতা শঙ্কর (Mamata Shankar) প্রধানের সেলিব্রেশন পার্টিতে টলি নিউজকে স্পষ্ট বললেন, ‘আমার কিচ্ছু গায়ে লাগছে না। এত লোক আমাকে সাপোর্ট করেছেন,তাই আমি ওসব ভাবছি না। যারা ওইরকম ভাষা দিয়ে ওইরকম ভাবে আমাকে ট্রোল করেছেন। তাঁরা নিজেদের ছোট করলেন আর কিছু নয়’।
সব শেষে মমতা শঙ্কর (Mamata Shankar) দর্শকদের উদ্দেশে বলেন, ‘সব্বাইকে বলব, আমার কথাটা আরেকবার শুনুন। তাঁদেরকে (যৌন কর্মীদের) কীভাবে শ্রদ্ধা দিয়ে বলেছি শুনুন। আশা করি তাহলে আমাকে ভুল বুঝবেন না’।
প্রসঙ্গত, এর আগে মমতা শঙ্কর বলেছিলেন, ‘আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গামতো থাকবে না, এটা ভাবনাটা বুঝতে পারি না। ক্ষমা করবেন, এটা বলছি বলে- যাদের আমরা রাস্তার মেয়ে বলতাম, যাঁরা ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে থাকে এমন মেয়ে বলতাম, তাঁরা এইরকমভাবে দাঁড়াত। কিংবা গ্রামে কাজ করতে গিয়ে আঁচল সরে গেল সেটা দোষের ছিল না। এঁরা মানুষকে অ্য়াট্রাক্ট করার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা তাঁদের পেশা, আমি তাঁদেরও শ্রদ্ধা করছি।’
আর এই বক্তব্যের প্রতিবাদেই স্বস্তিকা মুখোপাধ্যায় ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে থাকা এক নারীর স্কেচ শেয়ার করেছেন যেখানে উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’
আরো পড়ুন: Randeep Hooda: সুস্মিতার সাথে বিচ্ছেদ রণদীপের জীবনের সেরা বিষয়
Image source-Google