বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার বাড়িতে দুর্দান্ত একটি রেসিপি (Recipe) বানিয়ে চমকে দিন সকলকে।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত মাটন রেজালা।

চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

এক কেজি পাঁঠার মাংস, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পোস্ত বাটা,

কাজুবাদাম বাটা, গোলমরিচ গুঁড়ো, টক দই, সাদা তেল, ঘি, বেরেস্তা, স্বাদ মতো নুন ও চিনি,

গোটা গরম মশলা, জায়ফল-জয়িত্রি-দারুচিনি: একসঙ্গে গুঁড়ো করা।

প্রণালী:

পাঁঠার মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, নুন ও পরিমাণমতো তেল দিয়ে মাখিয়ে নিন। দুই ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন একপাশে।

টক দই ফেটিয়ে রাখবেন। কড়াইতে ঘি ও তেল একসঙ্গে গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে মশলা মাখানো মাংস দিয়ে দিন। ঢিমে আঁচে কষতে থাকুন।

মিনিট পনেরো মাংস কষানোর পর একে একে পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, ফেটানো টক দই, গোলমরিচ গুঁড়ো, জায়ফল-জয়িত্রি-দারুচিনি গুঁড়ো দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন।

কষানোর মধ্যেই স্বাদ অনুযায়ী চিনি ও নুন দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে। মাংস ভালো ভাবে সিদ্ধ হয়ে এলে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন রুটি, নান বা পরোটার সঙ্গে।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত শাহি টুকরা

Image source-Google

By Torsha