এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠলো পানিহাটি পৌরসভার ১০নং ওয়ার্ডে জুয়েলারি দোকানের কারখানা ঘরের তালা ভেঙে লুটের অভিযোগ!
অভিযোগ,ওই ওয়ার্ডের সোদপুর বিবি বাগান মোড় অঞ্চলে মহাদেব বসাক নামে এক ব্যক্তির জুয়েলারি দোকান রয়েছে।সেই দোকানের পিছনের তার কারখানা ঘর আছে।তার অভিযোগ,- রাজ্যের শাসক দলের নেতা মনা চক্রবর্তী ও তার দলবল হুমকি দেয় তার কারখানা ঘর ভেঙে তৃণমূল পার্টি অফিস তৈরির জন্যে।তারা দাবি করে এই জমি মহাদেব বসাকের নয়,
এই প্রস্তাবে রাজি না হলে মহাদেব বসাকের কারখানা ঘর করা হয় ভাঙচুর, এমন কি জিনিসপত্র লুট করা হয় বলে অভিযোগ।
এই গোটা ঘটনার বিষয়ে দারস্ত হন তিনি খড়দহ থানার।এরপরই তদন্ত শুরু হয় খড়দহ থানা।
এই বিষয়ে বিজেপি নেতা জয় সাহার দাবি,- জুলুম রাজ চলছে তৃণমূলের, জোর করে তার জমি দখল করে প্রোমোটিং করতে চাইছে তৃণমূল।যদিও এই গোটা ঘটনার বিষয়ে শাসক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।