ভারতের নাগরিক হিসাবে আবেদন করতে চাইছেন? জানেন কোথায় কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কী কী নথি প্রয়োজন?জানুন!

লোকসভা ভোটের ঠিক আগে দেশজুড়ে চালু সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিক ভাবে সিএএ চালু হওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার।

এই আইনে বলা হয়েছে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত যাঁদের জন্ম, তাঁরা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এ ক্ষেত্রে তাঁদের বাবা-মায়ের নাগরিকত্ব দেখা হবে না। কিন্তু, ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁদের জন্মের সময় বাবা-মায়ের কাছে ভারতীয় নাগরিকত্ব থাকলে তবেই তাঁরা ভারতীয় হিসেবে গণ্য হবেন।

ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে গেলে কি কি লাগবে?

১) প্রথমেই লাগবে বৈধ বিদেশি পাসপোর্ট।

২) এর সাথে লাগবে বাসস্থানের পারমিট।

৩) বাবা-মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট।

৪) ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা করতে হবে।

৫) এর সাথেই আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট।

৬) ম্যারেজ সার্টিফিকেট।

৭) ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। (যদি ভিনদেশ থেকে আসা হয়)

৮) ভারতে ব্যবহৃত যে কোনও একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে। অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে এর মান্যতা দিতে হবে।

৯) আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে।

কোথায় আবেদন করবেন?

indiancitizenshiponline.nic.in- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অপিসে গিয়ে জমা দেওয়া যায়।

 

আরো দেখুন:Asha Bhonsle: বলিউডে পা রাখতে চলেছেন আশা ভোঁসলের নাতনি জানাই