দীর্ঘ বারো বছর পর তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরা!তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাটি অঞ্চলের ধুচনিখালি বাজারে সিপিআইএমের পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল।সিপিআইএমের দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয়।একইসঙ্গে কয়েকজন দলীয় নেতা,কর্মীকে মারধরও করা হয় সেসময়।তারপর কেটে দীর্ঘ ১২ টি বছর।এত বছর পর ফের শনিবার নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম।

সিপিআইএম নেতা পলাশ দাশ দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিসের সূচনা করেন। উপস্থিত ছিলেন কোড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডি ওয়াই এফ আই এর ছাত্রনেতা কারিবুল্লা মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ।

সন্দেশখালি প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার এই প্রসঙ্গে বলেন,- “দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল।”

 

আরো দেখুন:Purba Medinipur:গরুর বাঁট থেকে পড়ত দুধ, মাটি খুঁড়তেই উঠে এসেছিল আস্ত এক শিবলিঙ্গ!জানা আছে পঞ্চেশ্বর মন্দিরের কাহিনী?