উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি।

আজ থেকে শুরু হয়েছে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা।২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা।আর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনো অসুবিধায় না পড়ে,তাই প্রতিবছরের ন্যায় এবছরও বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করলেন বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল।একইসঙ্গে এদিন উপস্থিত ছিলেন,- ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস,তারক চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

সকল পরীক্ষার্থীদের হাতে এদিন লেবু,আপেল,কেক,ফাইল,পেন,জলের বোতল তুলে দেওয়া হয়।একইসঙ্গে এদিন প্রাক্তন এবং বর্তমান পৌর প্রতিনিধি ঘোষণা করেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১২ নম্বর ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনকারীর হাতে সোনার আংটি তুলে দেওয়া হবে।

 

 

আরো দেখুন:Malda:ছেলেধরা সন্দেহে যাযাবর দলের বেশ কয়েকজনকে ধরে গণপিটুনি দিল উত্তেজিত জনতা!চাঞ্চল্য পুরাতন মালদায়