শেখ শাহজাহানের উধাও হওয়ার পর থেকে লাগাতার খবরের শিরোনামে উঠে আসছে সন্দেশখালি। তবে এবার শেখ শাহজাহানের নয়, গ্রামের একাধিক তৃণমূল নেতার দাপটে ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা। শুক্রবার কার্যত অগ্নিগর্ভময় পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালির একাধিক জায়গায়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায় গ্রামবাসীদের। অভিযোগ, তৃণমূল নেতারা অত্যাচার করছেন গ্রামের মহিলাদের ওপর এবং সেই সঙ্গে নানা রকমের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি। গ্রামবাসীদের এই বিক্ষোভের পাল্টা চাল দেয় শিবু হাজরার দলবলেরা। অভিযোগ,তারা এলাকা দখল করে তান্ডব চালায় স্থানীয় বাসিন্দাদের ওপর।
শুক্রবারের সেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে এবার শক্ত হাতে দমন করতে তৎপর হল প্রশাসন। সন্দেশখালির ১নং এবং ২ নং এলাকা জুড়ে মোট ১৬ টি পঞ্চায়েত জুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে সন্দেশখালিতে। এসবের মধ্যেই গতকাল রাতে নবান্ন থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালি কাণ্ডে দোষীদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এরপরই ডিজি এসসিআরবি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি অ্যাডমিনিস্ট্রেশন এস আর ঝাঁঝারিয়া, ডিআইজি বারাসত সুমিত কুমার, এসপি বসিরহাট সহ বিভিন্ন জেলা থেকে সন্দেশখালিমুখী হতে দেখা যায় পুলিশ আধিকারিকেরা। সঙ্গে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরো দেখুন:ফিল্মি কায়দায় সোনার দোকানে চুরি, তদন্তে উড়িষ্যা ও বাংলার পুলিশ!